টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শেষ আটে মরক্কো
ক্রীড়া প্রতিবেদক বুধবার সকাল ১০:৩৪, ৭ ডিসেম্বর, ২০২২
ম্যাচের প্রথমার্ধেই বাজে রেকর্ড গড়েছে স্পেন। সবচেয়ে বেশি পাস খেলেও ১৯৬৬ সালের পর গোলে সবচেয়ে কম মাত্র একটি শট নিয়েছে। ১২০ মিনিটের ম্যাচেও লা রোজাদের গোলের লক্ষ্যে শট ওই একটিই। অথচ দলটি ৭৬ শতাংশ বল পায়ে রেখে রেকর্ড এক হাজার ১৯টি সফল পাস খেলেছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছে ৩-০ গোলে। মরক্কো উঠে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
অথচ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস এনরিকে বলেছিলেন, গত ইউরোর সেমিফাইনালে হারের পর টাইব্রেকারের জন্য তারা এক হাজার করে শট মারার প্রস্তুতি নিয়ে এসেছে।