জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যারিস্টার নাঈম হাসানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার রাত ১১:৩৫, ১৬ আগস্ট, ২০২২
১৫ই আগষ্ট; বাঙালি জাতির জীবনে এই দিনটি এক কালো অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য; বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিলো।
দিনটি উপলক্ষ্যে দাউদকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে; উপজেলা আওয়ামী লীগের ব্যারিস্টার নাঈম হাসান সমর্থকগোষ্ঠী।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাইম হাসান সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি উপজেলার গোয়ালমারি, চক্রতলা, পেন্নাই, গৌরীপুর, কুশিয়ারা, ইলিয়টগঞ্জ, মারুকা ও বিটেশ্বরসহ; বেশ কয়েকটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়াও তার অনুসারীদের আয়োজনে দুস্তদের মাঝে বিভিন্ন স্থানে কাঙালি ভোজ বিতরণ করেন।
এসময় সঙ্গে ছিলেন–উপজেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন সরকার, আ.লীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা মুনজির তালুকদার, এম সালাম ও জাহাঙ্গীর আলমসহ সহস্রাধিক আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী।