ঢাকা (বিকাল ৪:৩৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চান্দিনায় করোনায় উপসর্গ নিয়ে ব্যবসায়ী ও সাংবাদিকের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৮:০১, ১৩ জুন, ২০২০

আরিফুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় করোনায় আক্রান্ত হয়ে কিংকর সাহা (৫২) ও উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। থানা রোডের ভাড়া বাসায় মৃত্যু হয় সাংবাদিক গোলাম মোস্তফার। এর আগে বুধবার রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ব্যবসায়ী কিংকর সাহার। মৃত কিংকর সাহার মরদেহ সৎকার ও বিকেলে গোলাম মোস্তফার দাফন করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বাধীন একটি স্বেচ্ছাসেবী টিম। সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং এসএএম এগ্রো লি: এর সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। ব্যবসায়ী কিংকর সাহা চান্দিনা সাহাপাড়া এলাকার বাসিন্দা। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক গাজী মাহমুদুল হাসান জানান- সাংবাদিক গোলাম মোস্তফার মধ্যে করোনার সকল উপসর্গ ছিল। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কিংকর সাহা ঢাকায় চিকিৎসা নেওয়ায় সেই হিসাবটি আমাদের কাছে নেই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT