ঢাকা (সকাল ৮:৩৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১০:৫৬, ২৭ অক্টোবর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় জেলা যুবদলের তথ্য ও গবেষনা সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. ওবায়েদ পাঠান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, যুগ্ম সম্পাদক শহীদুল হক হায়দারী, গোলাম মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ভেদাভেদ ভুলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক জিয়ার নেতৃত্বে আন্দোলনে নামার ঘোষণা দেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT