ঢাকা (দুপুর ২:০৪) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হিসাব রক্ষণ কর্মকর্তা আটক

জাতীয় ২৩১৯ বার পঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার সন্ধ্যা ০৬:২৭, ৭ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিবেশি দেশ ভারতে পালানোর সময় এক বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে তাকে আটক করে বিজিবি-৫৯। রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 

আটক ব্যাক্তি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার অন্তর্ভুক্ত সপুরা এলাকার উপ শহর হাউজিং এষ্টেটের সাইদুর রহমানের ছেলে মো. নিজামুল হোদা। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা।

 

 

এ বিষয়ে বিকালে বিজিবি’র মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর সোনামসজিদ স্থল বন্দর দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা প্রতিবেশি দেশ ভারতে পালিয়ে যাবার সময় দুপুর ২ টায় সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা হতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ লক্ষ ৩১ হাজার নগদ বাংলাদেশি টাকা জব্দ করে বিজিবি।

 

এ সকল বিষয়ে বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT