ঢাকা (রাত ৩:৩৮) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ৩৫৪ জন বীর মুক্তিযোদ্ধা পেলেন সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:০৬, ২৭ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে ৩৫৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও হাসান মারুফ বলেন, এ উপজেলায় ১৭১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ১৮৩ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, আমরা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড আজ হাতে পেলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT