ঢাকা (রাত ৩:৫১) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সমাজসেবার ঋণ বিতরণ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৫৮, ২৫ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মাওহা ইউনিয়নের ১২ জনকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঋণ প্রদান করে। ঋণের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
স্থানীয় সমাজসেবা অধিদপ্তরসূত্রে জানা গেছে, দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়ন, সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছ।
ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ঋণ নিয়ে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের ও দেশের ভাগ্যন্নয়ন করতে সচেষ্ঠ থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ ইমরান হাবিব উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা হলেন মাওহা ইউনিয়নের ঝলমলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান ও মোঃ খোকন মিয়া, মোঃ ফজর আলী, মর্তুজ আলী, মোঃ মাহাতাব উদ্দীন, মোঃ আঃ লতিফ, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আব্দুল মোমেন, বাঁশবেত ব্যবসায়ী ফেরদৌসী আক্তার, আছমা খাতুন, আছমা বেগম, নাজমা বেগম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT