গৌরীপুরে শালীহর গণহত্যা দিবস পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার রাত ১১:৫০, ২২ আগস্ট, ২০২২
১৯৭১ সালের ২১ আগস্ট ময়মনসিংহের গৌরীপুরের শালীহর গ্রামে; পাকবাহিনীর গণহত্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে এই কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শহীদ মধু সূদন ধরের ছেলে সুপ্রিয় ধর বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, যুবলীগ নেতা রাজিবুল হক প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ আগস্ট মুক্তিযুদ্ধের সময় উপজেলার শালীহর গ্রামে; পাকবাহিনীর গণহত্যায় নবর আলী, মোহিনী মোহন কর, জ্ঞানেন্দ্র মোহন কর, যোগেশ চন্দ্র বিশ্বাস, কিরদা সুন্দরী, শচীন্দ্র চন্দ্র বিশ্বাস, তারিনীকান্ত বিশ্বাস, দেবেন্দ্র চন্দ্র নম দাস, খৈলাস চন্দ্র নম দাস, শত্রগ্ন নম দাস, রামেন্দ্র চন্দ্র সরকার, অবনী মোহন সরকার, কামিনী কান্ত বিশ্বাস, রায় চরণ বিশ্বাস সহ ১৪ জন শহীদ হন।
স্বাধীতার পর থেকে গৌরীপুরে প্রতিবছর ২১ আগস্ট “শালীহর গণহত্যা” দিবস পালিত হয়ে আসছে।