ঢাকা (দুপুর ২:০৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে মোটরসাইকেল-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত এক 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ০১:১৭, ২৪ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় উজ্জল মিয়া (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত উজ্জল মিয়া হলেন, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত জয়নান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অচিন্তপুর বাজারে শ্বশুড় অটোচালক আব্দুর রাজ্জাকের বাড়িতে থাকতেন নিহত উজ্জল মিয়া। ঘটনার দিন আত্মীয়ের জন্য মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনায় বৌ দেখে ফেরার পথে গৌরীপুর থেকে শাহগঞ্জগামী সিএনজির সাথে গাগলা মোড়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জল মিয়া মারা যান এবং বাইকে থাকা সঙ্গীয় দু’জন ও  সিএনজিতে চালকসহ থাকা তিনজন ও একজন শিশুও আহত হন।

মোটরসাইকেল ও সিএনজিতে থাকা আহত ছয়জনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. সুরপা জানান, দূর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ও গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জল মিয়া নিহত হয়। সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT