ঢাকা (রাত ১১:৫৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বিদ্যালয় সংলগ্ন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৩৬, ১ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৪৩নং দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩-৪শ গজের মধ্যে অবৈধভাবে শাপলা ইটভাটা, তানিয়া ইটভাটা ও এমকে ইটভাটা গড়ে উঠে।

হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর বিদ্যালয় সংলগ্ন শাপলা ইটভাটা গুঁড়িয়ে দেয় ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ। এ সময় উপস্থিত জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার।

জানা যায়, দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে উঠে শাপলা ইটভাটা। তানিয়া ও এমকে ইটভাটা নামে আরও দুটি ইটভাটা রয়েছে। ইটভাটাগুলো থেকে নিঃসৃত কালো ধোঁয়ায় ছেয়ে থাকে বিদ্যালয়টি। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বিদ্যালয়টির শত শত শিশু শিক্ষার্থী। ২০০৮ সালে এ ইটভাটার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলো বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন,  ম্যানুফেকচারার্স লাইসেন্স ও ছাড়পত্র ব্যতিরেকেই ইটভাটা পরিচালনা করে আসছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে স্থাপিত হওয়া ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT