ঢাকা (রাত ৪:৫০) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:২১, ২২ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর ৩০ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌল বিএনপির উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য নূরুল কবির শাহীন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, এডভোকেট নূরুল হক, হাফেজ আজিজুল হক, ডা. মোঃ সেলিম, এডভোকেট আব্দুছ সোবহান সুলতান, মোঃ কোয়াছম উদ্দিন, সুজিত কুমার দাস, এস এম দুলাল, হাবিবুল ইসলাম খান শহীদ, মোফাখখারুল ইসলাম জাহাঙ্গীর, অরুণ স্যান্নাল শম্ভু, কবির মাহবুবুল হক সরকার, আব্দুল আজিজ মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, নিশি রাতের সরকারকে উৎখাত করতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ রাজপথে লড়াই সংগ্রাম করতে হবে। এসময় তাঁরা তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য কঠোর আন্দোলনের ঘোষণা দেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT