ঢাকা (বিকাল ৫:২৭) সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘর , দর্শনার্থীদের ভিড়

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock বৃহস্পতিবার সকাল ১১:০৯, ১৩ অক্টোবর, ২০২২

মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে অবস্থান করছে। প্রতিদিনই এই জাদুঘর পরিদর্শন করছে শত শত দর্শনার্থীরা।
গৌরীপুর রেলওয়ে জংশনে গত ১১ অক্টোবর মঙ্গলবার থেকে রেল জাদুঘর অবস্থান করছে। থাকবে ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।
শীতাতপ নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু রেল জাদুঘরের বগিতে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণ-আন্দোলন, ৭০-এর নির্বাচন ও ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিব নগর সরকার, যুদ্ধকালীন দিন ও ১৬ ডিসেম্বরের বিজয়ের চিত্র।
ট্রেনের বগির জাদুঘরে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির ছবি, ব্যবহৃত চশমা, দলের প্রতীক নৌকা, কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর তামাক পাইপ ও মুজিব কোট, মুজিব শতবর্ষের লোগো, বঙ্গবন্ধুর লেখা বই, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, পাকিস্তানিদের আত্মসমর্পণ, জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর সমাধিসৌধের রেপ্লিকা। জাদুঘরের একটি শেলফে রাখা আছে বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী সহ ৭১ টি বই। এছাড়ও প্রদর্শন করা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, জীবনকাল আর সংগ্রামী ইতিহাস।
এদিকে শিশুদের মহান স্বাধীনতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আগ্রহ করে তুলতে বুধবার ইউএনও হাসান মারুফে উদ্যোগে শিক্ষা সফরের আয়োজন করা হয়। ওই শিক্ষা সফরে উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ওই শিক্ষা সফরে বীরমুক্তিযোদ্ধাদের একটি দল যোগ দিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনগাঁথার ইতিহাস তুলে ধরেন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসলিম জাহান মারিয়া, স্কুল থেকে বন্ধুদের সাথে এসছি। জাদুঘর দেখে ভীষণ ভালো লেগেছে। অনেক কিছু শিখেছি।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দেওয়ান  মৌনতা ইবনাত বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস আমার বইয়ে পড়েছি। এই জাদুঘরে এসে আমরা আরো কিছু জানতে পেরেছি।
ইউএনও হাসান মারুফ বলেন, এই শিক্ষা সফরের মাধ্যমে শিশুদের মাঝে দেশপ্রেম তৈরি হবে। এই আয়োজনের মাধ্যমে তারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতা সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, এই জাদুঘরে পরিদর্শন করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অনেক ইতিহাস জানতে  পেরেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ছড়িয়ে দিতে রেলওয়ের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, প্রান্তিক পর্যায়ে জাতির পিতার বর্ণাঢ্য জীবনগাঁথা ছড়িয়ে দিতে মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ রেল জাদুঘরের যাত্রা শুরু হয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT