ঢাকা (ভোর ৫:৫৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নিখোঁজের ৬ দিন পর লাশ মিললো মর্গে

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:৩০, ১৭ এপ্রিল, ২০২১

ময়মনসিংহ গৌরীপুরে নিখোঁজের ৬ দিন পর শনিবার (১৭ এপ্রিল) লাশ মিললো ইজিবাইক মালিকের। ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে তার লাশ পাওয়া যায়।

সূত্রে জানা যায়, উপজেলার নন্দীগ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে শাহিনুর ইসলাম খান গত ১২ এপ্রিল সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা শশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে বের হন। এসময় তার সাথে ২০ হাজার টাকাও ছিল। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয়রা চিন্তিত হয়ে পড়েন। ১৩ এপ্রিল গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তারা। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির এক পর্যায়ের জানতে পারেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে একটি অজ্ঞাত লাশ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কয়েকজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় শাহিনুর ইসলামকে জরুরি বিভাগে নিয়ে আসে, এসময় তারা শাহিনুরকে বারান্দায় রেখেই পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী জানান, শাহিনুর ইসলাম নিখোঁজের পর ১৩ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT