ঢাকা (রাত ১:৫১) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০৮:৫০, ২৬ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, আয়োজিত তিনদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি।

সমাপনী অনুষ্ঠানের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান প্রধান অতিথি থেকে কৃষি মেলার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রোববার উপজেলা কৃষি অফিসে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিুলফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন, আব্দুল ওয়াহেদ খান, অ্যাডরা সুপারভাইজার মোঃ এনামূল হক, কৃষক প্রতিনিধি ইমরান হোসেন, নার্সারী ম্যান গাজী মাহমুদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার আহসান হাবিব প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT