ঢাকা (রাত ১১:৪০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুরে আব্দুর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার সন্ধ্যা ০৭:০৮, ১৫ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর স্মৃতি রক্ষার্থে তার উত্তরসূরীরা ‘আব্দুর রশিদ স্মৃতি সংঘ’ ক্লাবটি গঠন করে এলাকার তরুণদেরকে বিভিন্ন খেলাধূলার মাধ্যমে উজ্জীবিত রাখার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার ভ‚টিয়ারকোনা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৫ নভেম্বর) বিকেলে ‘আব্দুর রশিদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এ খেলায় অংশগ্রহণ করে ধারাকান্দি সেভেন ষ্টার ক্লাব ও বীর আহাম্মদপুর শুভ্র স্মৃতি সংঘ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওহা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন করির, মাওহা ইউনিয়ন আওয়ামীগের সদস্য রফিকুল ইসলাম পতুল, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আল ফারুখ, যুগ্ম সাধারন সম্পাদক রাখিবুল ইসলাম রাখিব, গৌরীপুর পৌর যুবলীগের সাবেক আহবায়ক আব্দুর রউফ মোস্তকিম, মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, মরহুম আব্দুর রশিদ স্মৃতি সংঘের সভাপতি ফেরদৌস আলম বাচ্চু, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসাইন, সাজ্জাতুল ইসলাম লিটন, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, মাওহা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিবুল আলম সজীব প্রমুখ। আমন্ত্রিত অতিথিদেরকে মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

দুই দলের মধ্যকার এ খেলায় ০-২ গোলে ধারাকান্দি সেভেন ষ্টার ক্লাবকে পরাজিত করে বীরআহাম্মদপুর শুভ্র স্মৃতি সংঘ বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। উল্লেখ্য, ৮ টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শুরু করা হয়েছিলো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT