ঢাকা (রাত ১১:৫৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুর পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার সন্ধ্যা ০৭:১৮, ১০ জানুয়ারী, ২০২১

আসন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুর রহিম সাংবাদিকদের জানান রোববার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ নির্বাচনে এক জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারকারী হলেন গৌরীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শোয়েব মুন্সী।

এ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬৪জন প্রার্থী ছিলেন। প্রত্যাহারের পর চূড়ান্ত ৬৩ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে ৭ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী।

সোমবার (১১ জানুয়ারী) এ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাবেন। আগামী ৩০ জানুয়ারী এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT