ঢাকা (রাত ২:৫২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock রবিবার সন্ধ্যা ০৬:২৯, ২৩ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়, যার স্মারক নং-৩৮.৪৫.০০০০.০০০.২৭.০৩৯.১৯.৮৩৫।
অফিস আদেশসূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার এর বিরুদ্ধে অভিযোগপত্রের উল্লেখিত অভ্যাসগত অপরাধের কারণে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩৮.০১.০০০০.৪০০.২৭.০১১.২১.৩৬৮ নং স্মারকের সুপারিশে সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২(১) অনুসারে ২৩/১০/২০২২ খ্রি. হতে সাময়িক বরখাস্ত করা হলো।

গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন- প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত অফিস আদেশ পেয়েছি, আদেশের কপি বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক এ.কে.এম মাজহারুল আনোয়ার ফেরদৌস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT