গৌরীপুর উদীচীর সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক আবীর
ওবায়দুর রহমান বুধবার সন্ধ্যা ০৬:১০, ১৫ জানুয়ারী, ২০২৫
“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় উদীচী ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ওবায়দুর রহমানকে সভাপতি ও আলী আশরাফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শচীন বিশ^াস, কোষাধ্যক্ষ সানজিদা আক্তার, সদস্য একেএম মাজহারুল ইসলাম, আবুল ফজল মোঃ আজাদ, নাজিম উদ্দিন, আরিফুল ইসলাম উদয়, সীমান্ত ও কাজী আসাদুজ্জামান।
এর আগে সংগঠনের সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীরের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উদীচী’র সম্পাদকমন্ডলীর সদস্য মৃদুল সান্যাল, মোঃ জামাল উদ্দিন, উদীচী গৌরীপুর শাখা সংসদের সাবেক সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরা, সিপিবি’ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির, ও গৌরীপুর উদীচী সংসদের সহ-সভাপতি আরিফ আহমেদ প্রমুখ।