কেরানীগঞ্জে ত্রাণ বিতরণ করলো “মডেল টাউন যুব সমাজ”
মেঘনা নিউজ ডেস্ক বুধবার ১২:১০, ২২ এপ্রিল, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ কোভিড-১৯-এর প্রাদূর্ভাবে সারা বিশ্বের লোকজন আতংকিত। কেহ আক্রান্ত, কেহ মৃত্যুর পথযাত্রী আবার কেহ লক ডাউনে গৃহবন্দী থাকার কারণে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসছে সারা বিশ্বব্যাপী। এই বিষয়টি বিবেচনাপূর্বক মাহে রামজান উপলক্ষে ও ত্রাণ (উপহার) হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুরাতন ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার সামাজিক সংগঠন “মডেল টাউন যুব সমাজ”।
আজ ২১এপ্রিল মঙ্গলবার সকালে তারা মডেল টাউন এলাকার নিন্মবিত্ত শ্রেণির পঞ্চাশটি পরিবারের মধ্যে এসকল ত্রান সামগ্রী বিতরন করে সংগঠনটি।
ত্রাণ হিসেবে এর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন তৈল, খেজুরসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সমাজে সামর্থবান ব্যক্তিদের প্রতি পরিস্থিতির স্বীকার মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের।