ঢাকা (দুপুর ১:৩৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের উলিপুরের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের খাদ্যর আহাজারি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:১৯, ১১ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনি ও ধরনিবাড়ী ইউনিয়নের বেশকয়েকটি পরিবার ত্রাণের জন্য আকুতি জানিয়েছেন।এদের মধ্যে বয়স্ক বিধবারই বেশি।খাদ্য সংকটে অনাহারে জীবন যাপন করছেন তারা।মানুষের বাড়ীতে কাজ করে দুবেলা দু’মুঠো ভাত খেত, করোনাভাইরাস আতংকে চরম বিপাকে পড়েছে ওই সমস্ত পরিবার।

সরোজিনে গিয়ে দেখা যায়,উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম ৯নং ওয়ার্ডের মৃত-আলিম উদ্দিন স্ত্রী জরিনা বেগম,পোদ্দার পাড়া ৩নং ওয়ার্ডের আবুরুদ্দির পুত্র হাবিবুর রহমান(শিকল বন্দী),একই এলাকা মোঃ আব্দুল হামিদের পরিবার(দৃষ্টি প্রতিবন্ধী), বাগচির খামার ৭নং ওয়ার্ডের মৃত-জব্বারের স্ত্রী বিলাতী, ৫নং ওয়ার্ড সোবান বাজার এলাকার চানাচুর বিক্রেতা উপুরউদ্দিন,হাজী গ্রাম ১নং ওয়ার্ডের মৃত-এমাজ উদ্দিনের স্ত্রী নজিতন বেওয়া,একই এলাকার মৃত-ফেরদৌসের স্ত্রী আমেনা বেওয়া,বাগচির খামার ভাষাপাড়া ৭নং ওয়ার্ডের মৃত-উজির উদ্দিনের স্ত্রী সুরুজভান বেওয়া,একই এলাকার মফিজল হকের স্ত্রী আমিনা বেগম,এবং মৃত -আইজল হকের স্ত্রী রেজিয়া বেওয়া।পার্শ্ববর্তী ধরনিবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত-কাশেম আলীর স্ত্রী মালিভান বেগম।

তাদের সাথে আলাপকালে তারা কান্নাজড়িত কন্ঠে বলেন,”হামারগুলের খোঁজ কাইয়ো নেয় না।মানুষের বাড়ি বাড়ি কাজ করি খাই,এলা শুনি কি বলে ভাইরাস বারাইসে বাড়ী থাকি বারা যাবার নয়,এলা হামরা অনাহারে আছি,কি খামো,কি করমো তোমরায় এলা কন।এ পর্যন্ত কাইয়ো হামাক একনা খাবার আসি দিলেনা।হামরা অনেক মানুষের কাছে শুনলং হামার এসপি স্যার উলিপুরে মেলা মানুষকে খাবার দিছে,কিন্তু হামাক দেয়না ক্যা,তোমরাগুলে হামার খাবার ব্যবস্থা করি দেও।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT