ঢাকা (বিকাল ৩:৪৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় যুবক আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৮:৪০, ১৮ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলাম ধর্ম ও নবীজী (সাঃ)’কে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে সনাতন ধর্মাবলম্বী পরিতোষ কুমার সরকার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে তাকে থানায় নেয়া হয়। আটককৃত পরিতোষ কালিগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে। পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজে অনার্সে অর্থনীতি বিষয়ে অধ্যায়নরত।

স্থানীয় সূত্রে জানা যায়, সে ফেসবুকে ইসলাম ও নবীজী (সাঃ)’কে নিয়ে বাজে মন্তব্য করায় এলাকার শত শত লোকজন তাকে ঘেরাও করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, আলোকিত বাজিতপুর নামে একটি ফেসবুক পেজে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম ও নবীজী(সাঃ) নিয়ে বাজে মন্তব্য করে আটককৃত হন পরিতোষ।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে কালিগঞ্জ বাজারে ওই ছেলেকে ধাওয়া করে। পরে ছেলেটি দৌড়ে গিয়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর এলাকায় পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT