কুমিল্লা উত্তর জেলা মহিলা যুব লীগের আহ্বায়ক হলেন সিমিন চৌধুরী
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার সন্ধ্যা ০৬:৫২, ২ আগস্ট, ২০২২
সদ্য ঘোষিত উত্তর জেলা বাংলাদেশ মহিলা যুব লীগের আহ্বায়ক কমিটি ঘোাষণা করা হয়েছে। এতে তরুণ নেত্রী ও সমাজ সেবক তাসলিমা চৌধুরী সিমিনকে আহ্বায়ক করা হয়েছে।
এ সংক্রান্ত একটি চিটি এ প্রতিবেদকের হাতে এসেছে।
গত জুলাই মাসের ২০ তারিখে এই কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
এদিকে উত্তর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নির্বাচিত হওয়ায়, বিশিষ্ট সমাজ সেবিকা ও ওয়ার্ড আ.লীগের সদস্য তাসলিমা চৌধুরী সিমিনের নেতা–কর্মী ও অনুসারীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা মহিলা যুবলীগের এই নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন, দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
৪৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে জেলা মহিলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হলেন–সাহিদা আক্তার সাকি ও সাদিয়া ইসলাম ডলি।
দায়িত্ব পাওয়ার পর এ প্রতিক্রিয়ায় সিমিন চৌধুরী বলেন,”আমি খুব দ্রুত প্রতিটি উপজেলায় মহিলা যুব লীগের কমিটি দেয়ার চেষ্টা করবো। যুব মহিলা লীগকে গতিশীল করাই আমার লক্ষ্য। বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই দাউদকান্দি–মেঘনার গণ মানুষের নেতা, মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া স্যারের প্রতি ও দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ভাইয়ের প্রতি।”
উল্লেখ্য; সিমিন চৌধুরী পৌরসভার সাবেক সফল মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মরহুম শাহ আলম চৌধুরীর মেয়ে।