করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, বৃষ্টিতে ভিজে দাফন সম্পন্ন করলেন এসিল্যান্ড
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০৯:৪৭, ৩০ মে, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা উপসর্গ নিয়ে হৃদয় মিয়া (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে।
শুক্রবার (২৯ মে) রাতে জ্বর, সর্দি, কাশি নিয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
সে উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সে ডাহুরা গোলপুকুর পাড় আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে করোনা উপসর্গে তার মৃত্যু হওয়ায় এলাকার কেউ তার কবর খননেও কেউ এগিয়ে আসেনি। এ পরিস্থিতিতে বৃষ্টিতে ভিজে স্থানীয় একজনকে ডেকে এনে কবর খনন করিয়ে মারা যাওয়া শিক্ষার্থীর গোসল দেওয়া থেকে শুরু করে দাফন-কাফনে অংশ নেয় হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।
হোসেনপুর থানা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন টিমের সহযোগিতায় শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে এভাবেই মারা যাওয়া হৃদয় মিয়ার লাশ দাফন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান বলেন, “জানাজায় বাবা ও এক চাচা ছাড়া কেউ এগিয়ে আসলো না। বিষয়টি আমার কাছে কাছে খুবই দুঃখজনক স্মৃতি হয়ে থাকবে।”
এদিকে মাদ্রাসা শিক্ষার্থী মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।