উলিপুরে জেন্ডার ও মানবাধিকার বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ১১:২৯, ২৩ ডিসেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন ও উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটির সদস্যদের জেন্ডার ও মানবাধিকার বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ডিসেম্বর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিডার অর্থায়নে এমজেএসকেএস ট্রেনিং সেন্টারে নারীর প্রতি সহিংসতার ও মোকাবেল প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটির সাধারণ সম্পাদক ও উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক অমল মজুমদার প্রমুখ ।
এছাড়াও দুইদিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিয়ন ও উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটির সদস্যসহ প্রকল্প সংশ্লিষ্ট কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।