ঢাকা (রাত ৯:৫০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৩৫, ১৩ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেছে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরা, সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ, পৌর সন্তান কমান্ডের সভাপতি মশিউর রহমান কাউসার, সন্তান রাজীবুল হক রাজীব, জহিরুল ইসলাম ছোটন প্রমুখ।
এমময় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT