ঢাকা (ভোর ৫:১৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানালেন রিপন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার ১২:২২, ২৮ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে; গত মঙ্গলবার পূর্ব শিমুলতাইড় তিন রাস্তার মোড়ে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে উপ নির্বাচনে; আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে সাঘাটা উপজেলার প্রাণকেন্দ্র বোনারপাড়াকে পৌরসভা এলাকার সাথে ঢাকা মহাসড়কের সংযোগ রাস্তা, বোনারপাড়া স্টেশনকে মডেল স্টেশন হিসেবে রুপান্তিরিতসহ; যমুনা নদীর পার দিয়ে বেড়ি বাধ নিমার্ণ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম সামশীল আরেফীন টিটু, সহ-সভাপতি হায়দার আলী সরকার, সাংগঠনিক সম্পাদক শাহ মোখলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর প্রমুখ।

এর আগে তিনি সাঘাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মতিউর রহমান, মাওলানা মোশফেকুর রহমান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT