ঈদের পর আবার লকডাউন
ডেক্স রিপোর্ট বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৫৮, ১৩ মে, ২০২১
ঈদুল ফিতরের ছুটির পর আবারও নতুন করে লকডাউন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ মে থেকে এক সপ্তাহের জন্য এ লকডাউন দেওয়া হতে পারে।
এছাড়া মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে এবং সংক্রমণ সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ারও সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮-এর সংশোধনী আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর সংক্রমণ কমাতে গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত লকডাউন পালনের পর ১৪ এপ্রিল থেকে আবারও লকডাউন ঘোষণা করে সরকার। এরপর লকডাউন আবার কয়েক ধাপে বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।