ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১১:১১, ৯ মার্চ, ২০২০
কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বাল্যবিবাহের হাত
থেকে রক্ষা পেয়েছে।
সোমবার(৯মার্চ) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসির দোন গ্রামে ওই ছাত্রীর বিয়ে বন্ধ হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের হস্তক্ষেপে। ইউএনও বলেন, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসির দোন গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর
বিয়ের আয়োজন করে পরিবার। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাল্য বিবাহের কথা জানালে তিনি বার্তা পান। পরে স্থানীয় চেয়ানম্যানের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে কনে ও তার পিতাকে উপজেলায় নিয়ে আসা হয় এবং চেয়ারম্যানের জিম্মায় ১৮ বছরের আগে বিয়ে না মর্মে দেওয়া লিখিতভাবে মুচলেকা দিয়ে ছাড়া পান।