ঢাকা (রাত ১১:৫৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আদমদীঘি উপজেলার সান্তাহারে দোকানপাটে মানা হচ্ছেনা সরকারী স্বাস্থ্যবিধি

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৮:৪৭, ৬ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার শহরে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানে মানছেনা সরকারী আদেশ। করোনাভাইরাস রোধে সরকারের ঘোষিত আইন অমান্য করে শহরের মার্কেট, ফুটপাতসহ শহরের প্রাণ কেন্দ্র রেলগেটের ভিতরে অবৈধভাবে গড়ে উঠা দোকান দিন রাত ২৪ ঘন্টা খুলে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এতে এলাকায় করোনার ঝুকি বারার আশংকায় সর্বসাধারনের মধ্যে আতংক বিরাজ করছে।

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘিদিন সরকারের অঘোষিত লকডাউনের পর দেশের অর্থনৈতিক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে সামাজিক দৃরত্ব বজায় রেখে অফিস, আদালত গনপরিবহন, লঞ্চ, ট্রেনসহ দোকানপাট এবং সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার আদেশ দেওয়া হয়।

দোনকানপাটসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হলেও শহরের মার্কেট ফুটপাটসহ সকল দোকানপাট দিনরাত ২৪ ঘন্টা খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে শহরের প্রান কেন্দ্র রেলগেটের ভিতরে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট দিনরাত সমান তালে খোলা রাখা হয়।

বিষয়টি স্থানীয় প্রশাসন জানার পরও নিরব ভুমিকা পালন করছে। ফলে ব্যবসায়ীরা সরকারী আইনকে তোয়াক্কা না করে সরকারের বেধে দাওয়া সময সীমার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এসব দোকানে ক্রেতা- বিক্রিতা কেহ মানছেনা সামাজিক দৃরত্ব। বিশেষ করে শহরের রেলগেটের ভিতরে অবৈধভাবে গরে উঠা দোকানপাটে সস্তাদামে জিনিস পত্র বিক্রি হওয়ায় ক্রেতারা হুমরি খেয়ে জিনিস পত্র কিনছেন তবুও রেলওয়ে থানা পুলিশ চুপচাপ। এ কারনে এই এলাকায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং করোনাভাইরাসের ঝুঁকি বাড়ার আশংকায় সর্বসাধারনের মাঝে আতংক বিরাজ করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT