আইসুলেশনে থাকা রোগীর স্বজনের অভিযোগ
মোঃ কামরুজ্জামান বুধবার ১২:৩৫, ৮ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেট শামসুদ্দিন হাসপাতালে আইসুলেশনে থাকা আবু তাহেরের (২৪) ৩দিন যাবত নমুনা সংগ্রহ করা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্বজনরা। জানা যায়, গত ৫ এপ্রিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের আব্দুল জলিলের ছেলে আবু তাহেরের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ৩নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষার জন্য গত ৩ দিন যাবত কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। তার ভাই আবু সুফিয়ান জানান, ৩ দিন যাবত আমি আমার ভাইকে নিয়ে পড়ে আছি। নমুনা সংগ্রহ করা হচ্ছে না। পাশের বেডের ২জন মারা গেছেন। আমি ভয়ে আছি। হাসপাতালের ০৮২১-৭১৩৫০৬ নম্বরে যোগাযোগ করা হলে আগামী কাল সকালে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান।