ঢাকা (রাত ১:৫৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অসহনীয় যানজটে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৫০, ১৫ মার্চ, ২০২২

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২২ ফেব্রুয়ারি খুলে দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। আর ২ মার্চ প্রাথমিক ও সবশেষ আজ মঙ্গলবার (১৫ মার্চ) শুরু হলো প্রাক-প্রাথমিকের শ্রেণিপাঠদান। পুরোদমে স্কুল খোলার দিনে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তীব্র গরমের কারণে যানজটে থাকা মানুষের ভোগান্তি দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে চলতে গিয়ে যানজটে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন অনেকেই।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে রাজধানীর মহাখালী, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা গেছে। আর এই যানজট সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সদস্যরা বলছেন, আজ থেকে স্কুল খোলা হয়েছে। সকাল থেকেই অভিভাবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তার সন্তানকে নিয়ে এসেছেন। এদের অনেকের সঙ্গেই গাড়ি রয়েছে। আর এই গাড়ির কারণেই সৃষ্টি হচ্ছে যানজটের। একদিকে স্কুল-কলেজ, অন্যদিকে অফিস; দুয়ে মিলেই সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। আর এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট কমাতে কাজ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের ট্রাফিক উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, স্কুলে আসা অনেক গাড়িই সড়কের পাশে পাকিংয়ে রাখা হয়েছে। স্কুল-কলেজ পুরোদমে খোলায় সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে, সেইসঙ্গে অফিসগামী মানুষের চাপতো আছেই। যে কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বিষয়টি সামাল দিতে আমাদের কষ্ট হচ্ছে, তবে আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT