ঢাকা (রাত ৪:৫৬) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অবশেষে ভুল স্বীকার করে বাবা কে ঘরে তুলেছে ছেলে

সেলিম রেজা, ঠাকুরগাঁও জেলা সেলিম রেজা, ঠাকুরগাঁও জেলা Clock সোমবার দুপুর ০৩:৪৮, ২৪ আগস্ট, ২০২০

“হরিপুরে বাবা কে মারপিট করে বাড়ী থেকে বের করে দিলো ছেলে” শিরোনামে বিভিন্ন অনলাইন ও পত্রিকায় নিউজ দেখে৷ ২৩ শে আগস্ট রবিবার রাত ১০:৩০ মিনিটে হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন, সিরাজুল, বরক মাষ্টার,পারভেজ সহ অনেকে খাবার নিয়ে ছুটে যায় নির্যাতিত বাবা আব্দুর রহিমকে এর কাছে৷ পরে তার ছেলে নিজের ভুল বুঝতে পেরে শফিরুল ইসলাম তার বাবার কাছে ভুল স্বীকার করে পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলে  জানান ছেলে৷
উল্লেখ্য, পকেট খরচের জন্য নিজের পালিত একটি খাসি (ছাগল)বাজারে বিক্রি করে দেওয়ায় শরিফুল ইসলাম নামে এক ছেলে নিজের পিতাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে৷ নির্যাতিত পিতা এখন বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  অভিযোগটি থানায় মার্ক করে পাঠালেও ওসি নিজেই জানেন না। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২ নং ইউনিয়নের নন্দগাঁও গ্রামের আব্দুর রহিম অন্যের বাড়িতে কাজ কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতো। বাকি সময় ছেলের সংসারের কাজকর্ম করে আসছিল। কিন্তু পুত্র শফিরুল ইসলাম তার পিতাকে কোনদিনও কোন পকেট খরচের জন্য  টাকা-পয়সা দিত না এদিকে কোরনাকালে কাজকর্ম না থাকায় পিতাঃ আব্দুর রহিম তার পালিত একটি খাসি বাজারে ২১৫০ টাকাল বিক্রি করে দেয়।
এ কথা জানতে পেরে ছেলে শফিরুল তার পিতার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শুক্রবার সকালে ছাগল বিক্রির টাকা থেকে দুই তিনশ টাকা চাইলে ছেলে তা দিতে অস্বীকার করে। এনিয়ে পিতা-পুত্রের মাঝে কলহের সৃষ্টি হয়৷ একপর্যায়ে বকাটে পুত্র তার পিতাকে মারপিট করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অপমানিত হওয়ার পিতা আব্দুর রহিম আর বাড়িতে ফিরে যায়নি। উপায় না পেয়ে ভাতিজা মালিক(খালেক) এর বাড়িতে রাত্রি যাপন করেন। এদিকে শনিবার সকালে পিতা আব্দুর রহিম ছেলের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় পিতা আব্দুর রহিম বর্তমানে বাড়ির বাইরে অবস্থান করছেন। নির্যাতিত আব্দুর রহিম বলেন,আমার বাড়ি আমার ঘর। কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। এর আগেও কয়েকবার বাড়ী থেকে বের করেছে। পান থেকে চুন খসলে ও আমাকে মারধোর করে। এ ব্যাপারে ২নং ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, বিষয়টি আমি শুনেছি পিতাকে মারপিট কারি ছেলে একজন বকাটে প্রকৃতির। উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত নইলে সমাজে এ ধারা চলতে থাকলে সমাজের জন্য খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।
এ ব্যাপারে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম সাহেব বললেন, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণের জন্য থানায় ওসিকে নির্দেশ দিয়েছে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT