ঢাকা (রাত ১০:০৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:১৯, ১২ নভেম্বর, ২০২২

‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

শনিবার (১২ নভেম্বর) সকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে ও সমাজকর্মী ইমন সরকারের সঞ্চালনায় গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ,  প্রেসক্লাবের সদস্য ও সান’র নির্বাহী পরিচালক ওবায়দুর রহমান, গৌরীপুর মহিলা (ডিগ্রী) কলেজের প্রভাষক সেলিম আল রাজ, কৃষক খলিলুর রহমান ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্মের শিক্ষার্থী তানজুম নিশাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস এন্ড ডেভেলপমেন্ট (এলআরডি), ঢাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT