আজ সাবেক উপমন্ত্রী নূরুল আমিন খান পাঠানের ২৪তম মৃত্যুবার্ষিকী
ওবায়দুর রহমান শুক্রবার রাত ০৯:৫৩, ৬ সেপ্টেম্বর, ২০২৪
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নূরুল আমিন খান পাঠানের আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ২৪তম মৃত্যুবার্ষিকী।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে স্মরণসভা, কবর জিয়ারত ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
নূরুল আমিন খান পাঠান ১৯৮৫ সালে উপজেলা পরিষদেরচেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৮৮সনে জাতীয় সংসদ নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
২০০০ সালের এই দিনে শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নূরুল আমিন খান পাঠান মৃত্যুবরণ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকেও মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।