আলোর পাঠশালায় কোল ক্ষুদ্র জাতিস্বত্বার নারীদের নিয়ে উঠান বৈঠক
এস এম সাখাওয়াত জামিল দোলন শুক্রবার বিকেল ০৫:২৫, ১২ জানুয়ারী, ২০২৪
‘হামরাতো পিছিয়া পড়া মানুষ। বুড়াহতি কালে যে টাকা পায়সা পাওয়া যায়, গর্ভবতী হোইলে টাকা পাওয়া যায়, আড়ি-ব্যাওয়াদের ল্যাগা যে টাকা পাওয়া যায় তা জানতুন না। সরকার মানুষের ল্যাগা যে ম্যালা কিছু দ্যায় তা জানতুন না।
আজিহ জাননু। এখুন থাইক্যা হামরা তথ্য আপার সোঁথে দ্যাখা সাক্ষাৎ বা মোবাইলে কথা কহ্যা জানবো। যে কুন কুন অসুবিধা হোলে সাহায্য চাহাবো।’
বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার তথ্য আপার উঠান বৈঠকে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কোল ক্ষুদ্র জাতিসত্ত্বার নারী ফুরকুনি মারডি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বাবুডাইং গ্রামের চারটি মহল্লার ৫০ জন কোল ক্ষুদ্র জাতিস্বত্ত্বার নারীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উপসচিব (প্রশিক্ষণ ও পরিদর্শণ) লোকমান হোসেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।
অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল মালাকার, তথ্যসেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, সহকারী তথ্যসেবা সহকারী হালিমা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি কার্তিক কোল টুডু, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, গ্রাম্য মোড়ল লগেন সাইচুরি, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় কোল নারী রুমালি হাঁসদা বলেন, সরকার যে ম্যালাইভাবে হামাদের পাহাড়-জঙ্গলের মানুষের সেবা-যত্ন ল্যায় সেটা হামরা জানতুনই না। মহিলাদের
নির্যাতনের খবর কোহিতে ১০৯ লম্বর, সরকারের ম্যালাই সেবা যত্নের লাইগ্যা ৩৩৩ লম্বরে মোবাইলে কথা কোহ্যা জানানো যায় তা জাননু আইজকার মিটিং থাইক্যা। আর কিষানদের সাহায্য, ছুটু ছুটু ব্যবসিকদের সরকারি সাহায্যর খবরও জাননু। এখুন থাইক্যা হামরা এসব সেবাযত্ন লিতে সরকারের কাছে যাবো। তথ্য আপার সোথে কথা কহবো।