ঢাকা (সন্ধ্যা ৭:২০) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock রবিবার সন্ধ্যা ০৬:২২, ১০ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মটরসাইকেলের আরোহী ছিলো। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের

তেঁতুলতলা ফায়ার সার্ভিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।

 

নিহত মটরসাইকেল আরোহী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আজিজুল হকের ছেলে মাইদুল (২৮)।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের তেঁতুলতলা ফায়ার সার্ভিসের সামনে দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মটরসাইকেলের আরোহীসহ ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম মটরসাইকেলের আরোহী মাইদুলকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় গুরুতর আহত এক মটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-রামেকে স্থানান্তর করা হলেও অপর চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

 

এদিকে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত হবার পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT