চাঁপাইনবাবগঞ্জে সোয়া ২ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক ১
এস এম সাখাওয়াত জামিল দোলন মঙ্গলবার সকাল ১০:২৮, ৩১ অক্টোবর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার নয়ালাভাঙ্গার রানীহাটি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে র্যাব-৫। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চাচড়িপাড়া এলাকার আসিয়া খাতুন ও সাম মোহাম্মদ আলীর ছেলে সাকিব (৪৯)।
এ বিষয়ে সোমবার কোম্পানী কমান্ডারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দিবাগত গভীর রাত পৌণে ২ টায় সোমবার (৩০ অক্টোবর) জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রানীহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ বোতল ফেনসিডিল সরবরাহের সময় হাতেনাতে আটক করা হয় সাকিবকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকায়িত অবস্থায় দুইটি বস্তার ভেতর থেকে আরো ২০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২ লক্ষ ১৬ হাজার ৩ শত টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাকিব মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।