ঢাকা (বিকাল ৫:২৬) শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এখন ৩৬.৯৮ বিলিয়ন ডলার

অর্থনীতি ২৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:৫৭, ২২ সেপ্টেম্বর, ২০২২

রপ্তানি আয়ের বিপরীতে উচ্চ আমদানি ব্যয় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। এর আগের দিন রিজার্ভ ছিল ৩৭ বিলিয়ন ডলার।

সূত্র জানায়, আমদানি বিল পরিশোধের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক বুধবার বেশ কয়েকটি ব্যাংকের কাছে ৭০ মিলিয়ন ডলার বিক্রি করেছে।

এই অর্থ-বছরের জুলাইয়ে আমদানি ব্যয় বেড়েছে ৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ২ শতাংশ বেশি।

একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েকদিনে রেমিট্যান্স কমেছে। এ কারণে রিজার্ভের ওপর চাপ পড়ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT