ঢাকা (দুপুর ১২:২৮) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা

ভোলায় ৮ দিন পর বাড়ি ফিরলো নিখোঁজ ১৩ জেলে

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০১:৫৩, ২৬ আগস্ট, ২০২২

সাগরে ঝড়ের কবলে পড়ে চরফ্যাশনের দক্ষিণ আইচার বারেক মাঝির মালিকানাধীন; জেলে ট্রলার ১৩ জেলেসহ নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরলো।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা মৎস্য ঘাটে; ১৩ জেলেসহ ট্রলার ফিরে এসে নোঙ্গর করেন। এদিকে নিখোঁজ ১৩ জেলে ফিরে আসার খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধিসহ শত শত এলাকাবাসী ও জেলে পরিবারে সদস্যরা; উত্তর চরমানিকা মৎস্য ঘাটে উপস্থিত হন। পরে চর কুকুরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন জেলে পরিবারের সকল সদস্য ও নিখোঁজ জেলেদের সান্তনা দেন।

ট্রলার মালিক বারেক মাঝি কান্না বলেন, গত ১৭ আগষ্ট সকালে বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিন, দেলওয়ার, আলাউদ্দিন মীর, শাহিন হাওলাদার, আবুল মৃধা, মনির বেপারী, সারোয়ার, ইউসুফ, সফিউল্ল্যাহ, ইব্রাহিম ও আবুল কালামসহ ১৩ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যাই। এরপর থেকেই বৈরি আবহাওয়ায় সাগরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে; আমরা জোয়ারে ভেসে সুন্দরবনে আশ্রয় নেই। ভাটা পরলে আমাদের ট্রলারটি সেখানে আটকে যায়। পরে খুলনার একটি মাছ ধরার ট্রলার আমাদের ট্রলারটিকে টেনে নদীতে নামিয়ে দেন।

পরে গত ২৪ আগষ্ট দুপুরে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুররে চালনায় নেটওয়ার্কের মধ্যে এসে; আমার ভাই বাবুলকে ফোন করে জানাই; আমরা সবাই সুস্থ ভাবে বেচে আছি। তিনি আরো জানান, ঝড়ের কবলে পড়ে আমার মাছ ধরার ট্রলারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিরে আসা জেলেদের অভিযোগ বঙ্গোপসাগর থেকে বাড়িতে ফিরে আসার পথে কোস্টগার্ড, নৌ-পুলিশ, নৌ-বাহিনী সহ প্রশাসনের দেখা ও সহযোগিতা পাননি তারা।

চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক ও স্থানীও বাদশু হাওলাদার বলেন, গত ৮দিন যাবৎ এলাকায় জেলে পরিবার সহ আশপাশের মানুষের কান্নায় ভেঙে পড়েন। এলাকা জুড়ে চলছিল শোকের আহাজারি। তবে জেলেরা বাড়িতে ফিরে আসায় এলাকায় স্বস্তি নেমে আসছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল বলেন, চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির জেলে ট্রলারটি ১৩ জেলেসহ বাড়িতে ফিরে আসছেন। জেলেদের সাথে আমার কথা হয়েছে তারা সুস্থ রয়েছেন। তবে এখনও নিখোঁজ রয়েছে উপজেলার ২ জেলে। নিখোঁজ ২ জেলের ভারত সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্যে গত ১৭ আগষ্ট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে; উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন ‘লামিয়া’ নামে মাছ ধরার ট্রলারটি; ১৩ জন মাঝি-মাল্লাসহ নিখোঁজ হন। ট্রলার নিখোঁজ হওয়ার ৮ দিন পর গতকাল বৃহস্পতিবার তারা বাড়িতে ফিরলো।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT