ধর্মপাশায় হাওরের বোরো ফসলরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মঙ্গলবার রাত ১১:৩৪, ৮ মার্চ, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে হাওরের বোরো ফসলরক্ষায় বাঁধের প্রকল্প কাজ রক্ষণাবেক্ষণ বিষয়ক এক মতবিনিয়ম সভা আজ মঙ্গলবার (৮মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই সভার আয়োজন করে। এতে এখানকার নয়টি হাওরের ফসলরক্ষা বাঁধের ১৫৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সভাপতি ও সদস্য সচিবেরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। স্বাগত বক্তব্য দেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব মো.ইমরান হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসির) সভাপতি নূর উদ্দিন প্রমুখ।