ঢাকা (সকাল ১১:২৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার বিকেল ০৫:২৮, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহীদ নগর মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ পিক-আপের চালক ও হেলপারকেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল এএসপি মো.ফয়েজ ইকবাল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর বাজার মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ ঢাকা মেট্রো-ন-১৯-১৭২২ থেকে মো. রফিকুল ইসলাম (৫২) ও মো. ইমাম হোসেন (৩৫) নামের সন্দেহভাজন দুইজনকে আটক করে পিকআপ ভ্যান তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করেন সাব-ইন্সপেক্টর(এসআই) মো. রফিকুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর(এসআই) মো. নাজমুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের সিরাজ মেম্বারের বাড়ীর মৃত আব্দুর রহমানের ছেলে এবং অপরজন একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. ইমাম হোসেন ।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT