অন্যরকম শীতের চাদরে দেশ
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৬:১৮, ২২ ডিসেম্বর, ২০২১
এ বছর শীতের মধ্যেও হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগর, ফলে এ বছর ব্যতিক্রমী শীতকাল প্রত্যক্ষ করতে পারে বাংলাদেশ।
একদিকে, দেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের পানি তাপমাত্রা বৃদ্ধির কারণে বাষ্পীভূত হয়ে ঘন মেঘের সৃষ্টি করছে। ফলে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে মূল ভূখণ্ডের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে সাগরে।
অন্যদিকে, হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপছে দেশের উত্তরাঞ্চল।
উত্তরাঞ্চলের ঠান্ডা হাওয়া ও উপকূলের উষ্ণ মেঘের লড়াইয়ে আবহাওয়া এক ব্যতিক্রমী রূপ ধারণ করছে।
অস্ট্রেলিয়া ও ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া এক নতুন তথ্যানুযায়ী, এ বছর বঙ্গোপসাগরে ভারত মহাসাগর দ্বিমেরু (ইন্ডিয়ান ওশান ডাইপোল) সৃষ্টি হয়েছে।
অর্থাৎ, ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার পানি হঠাৎ করেই স্বাভাবিকের তুলনায় বেশি গরম হয়ে উঠছে। বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের তাপমাত্রা পরীক্ষা করে দেখা গেছে, বর্তমানে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।
আর এই দ্বিমেরু পরিস্থিতির কারণে আন্দামান ও ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে লঘুচাপের সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বুধবারের (২২ ডিসেম্বর) মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যতিক্রমী শীতকালের বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, উষ্ণ বায়ুপ্রবাহের ফলে দেশের উপকূলীয় এলাকাগুলোয় আগামী কয়েকদিন শীতের প্রভাব কমে যাবে। তবে, হিমালয় থেকে আসা হিমেল হাওয়ার ফলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
এদিকে, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় বুধবার ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে, কমে যাবে শীতের তীব্রতা।জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব আবহাওয়া ও জীববৈচিত্র্যের ওপরেও পড়ছে।