ঢাকা (রাত ১০:৫৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় স্কুলের সেপটিক ট্যাংকির বাঁশ খুলতে গিয়ে নিহত ৩

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার বিকেল ০৪:৪৯, ১৪ মার্চ, ২০২১

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্কুলের নবনির্মিত ভবনের সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের বাশঁ খুলতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছে।

রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৮৪ নং দক্ষিণ পশ্চিম চাচঁড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের বাশঁ খুলতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-(১) মোঃ রাকিব (২২) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ ফারুখের ছেলে, (২) মোঃ শামীম (২৪) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ খোকন মিয়ার ছেলে ও (৩) মোঃ আলাউদ্দিন (৩৫)। উপজেলার চাচঁড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকির কাজ চলছিলো। এ সময় এক শ্রমিক ট্যাংকির সেন্টারিংয়ের বাঁশ খুলতে ট্যাংকির ভেতরে যায়। সে ফিরে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাংকির ভেতরে নেমে আর ফিরে আসেনি।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ শ্রমিককের মৃতদেহ উদ্ধার করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT