ঢাকা (রাত ১১:২৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


হাজারো নেতা-কর্মীদের অশ্রুজলে ভাসিয়ে চির বিদায় নিলেন আউয়াল সরকার

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার রাত ০১:৩৪, ১০ মার্চ, ২০২১

ত্যাগী আওয়ামী লীগ নেতা দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য, ৭৫ পরবর্তী দাউদকান্দিতে আওয়ামীলীগ পূন:গঠনের প্রাণপুরুষ, সার্বজনীন শ্রদ্ধেয় আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে দাউদকান্দি তথা কুমিল্লা উত্তর জেলা জুড়ে বিরাজ করছে শোকের ছায়া। তার এ মৃত্যুতে শোকে ম্যুহমান উত্তর জেলা রাজনৈতিক, সামাজিক অঙ্গন। দলমত নির্বিশেষে শোক জানাচ্ছেন আওয়ামী লীগ এর এ ত্যাগী বর্ষিয়ান নেতার প্রতি।

সোমবার (৮ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কুমিল্লা উত্তর জেলা আ.লী এর সভাপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ ১৮ বছর পর জেলা আওয়ামীলীগের সম্মেলনে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সভাপতি নির্বাচিত হন ও এর আগে দীর্ঘদিন সহ- সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

মঙ্গলবার দুপুরের আগে লাশবাহী এ্যাম্বুলেন্স মরহুর এর নিজবাড়ী দাউদকান্দির সদর উত্তর ইউনিয়নের বাহেরচর গ্রামে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে উঠে বাহেরচরের বাতাস। তাকে শেষবারের মত এক নজর দেখতে মানুষের ভিড় নামে ওই গ্রামে। মঙ্গলবার বাদ জোহর বাহেরচর নিজবাড়ীর আঙ্গীনায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাজার হাজার মানুষের চোখেরজলে চির নিদ্রায় সায়িত করা হলেন আব্দুল আউয়াল সরকার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সভাপতি ম. রুহুল আমিন,সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন সিকদার প্রমুখ।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT