মাঝ সমুদ্রেই প্রাণ ঝরলো প্রসূতির
শফিউল আলম,কক্সবাজার মঙ্গলবার সন্ধ্যা ০৭:২৩, ৮ ডিসেম্বর, ২০২০
টেকনাফের সেন্টমার্টিনে হাসপাতাল থাকলেও ডাক্তারের অভাবে সাধারণ মানুষ পড়ছে চরম ভোগান্তিতে। হাসপাতালে চিকিৎসা সেবা না থাকায় যেতে হয় টেকনাফ বা কক্সবাজার শহরে। জরুরি চিকিৎসা সেবা নিতে দ্বীপের বাইরে যেতেই অনেকের প্রাণ হারাতে হচ্ছে সমুদ্রের মাঝে।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সেন্টমার্টিন হাসপাতালে ডাক্তার না থাকায় ঝড়ে গেল প্রসূতি এক মায়ের প্রাণ।
মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা শুকুর এর স্ত্রী খুলসুমা (২২) গর্ভবতী অবস্থায় ছিল। তার স্বাস্থের অবনতি দেখা দিলে তাকে জরুরি ডেলিভারির জন্য টেকনাফ নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়, এতে মাঝ সমুদ্রে তীব্র প্রসব যন্ত্রণায় তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাথে যোগাযোগ করা হলে নুর আহমদ চেয়ারম্যান বলেন, সেন্টমার্টিনে হাসপাতাল আছে ঠিকই তবে চিকিৎসা, চিকিৎসক কোনটাই নেই। তাই বিনা চিকিৎসায় প্রাণ হারায় এ এলাকার অনেক মানুষ। আমরা দ্বীপ বাসীর জন্য সরকারের কাছ থেকে ভালো ডাক্তার ও উন্নত চিকিৎসার আশা করছি।
তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিন বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র।এখানে দেশ–বিদেশি নানান মানুষ আসেন। তবে জরুরি চিকিৎসার ভালো কোন ব্যবস্থা নেই। তাই এলাকার বাসিন্দা ও পর্যটকদের কথা চিন্তা করে এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা দরকার মনে করি।