আইনশৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে ১২১ টি আইপি ক্যমেরা স্থাপন
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার রবিবার বিকেল ০৫:৪১, ২২ নভেম্বর, ২০২০
(২২ নভেম্বর) রোববার সকালে মৌলভীবাজার জেলা পুলিশের সকল থানা, পুলিশ লাইন্স, পুলিশ অফিসসহ শহর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোট ১২১টি আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে।
যার মাধ্যমে স্বচ্ছ, দূর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে বলে আশাবাদি মৌলভিবাজার জেলা পুলিশ, আইনশৃংখলা রক্ষায়ও আইপি ক্যামেরা গুলো বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যশা করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। মৌলভীবাজার জেলা পুলিশ আরো স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে এগিয়ে যেতে পারবে বলে তিনি এই আশা ব্যক্ত করেন ।
পুলিশ সুপার ফারুক আহমেদ পিপি, এম বার বলেন,মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধসহ সমগ্র মৌলভীবাজার জেলায় আইনশৃংখলা রক্ষায় জেলা পুলিশকে প্রতিনিয়তই বিভিন্ন সময় বিভিন্নভাবে সহায়তা করে আসছেন মৌলভিবাজার জেলায় কর্মরত সাংবাদিকরা এ জন্যে সকলকে ধন্যবাদ জানান পুলিশ সুপার, ভবিষ্যতে সকলের সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ তার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি।
তিনি মৌলভীবাজার জেলার সকল জনসাধারনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর সার্কেল মৌলভীবাজার। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ওসি ,মৌলভীবাজার মডেল থানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা(অপারেশন) বদিউজ্জামান।