ঢাকা (সকাল ৬:১১) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock বৃহস্পতিবার রাত ০২:৩০, ২২ অক্টোবর, ২০২০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ম বাসীর দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব হোসেন । এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি  গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী ছিলেন।

আইলচরা ইউনিয়নবাসী জানান, মোতালেব হোসেন ১৯৭৩ সালে প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদে নির্বাচনে জয়ী হয়ে জনসেবা মূলক কাজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই জনপ্রিয়তার কারণে তিনি পর পর তিন বার মেম্বার নির্বাচিত হন এবং পরবর্তীতে তিন বার চেয়ারম্যান নির্বাচিত হন।

এলাকাবাসী আরও জানান, মোঃ মোতালেব হোসেন  একজন ভালো মানুষ ও আওয়ামী লীগের ত্যাগী নেতা।  তার জন্য আমরা কাজ করব। তিনি নির্বাচিত হলে খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকবেন এবং এলাকার আরও উন্নয়ন হবে বলে আমরা মনে করি।

আইলচারা ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনায় মোঃ মোতালেব হোসেন এর নাম ।

এখন আইলচারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের আলোচনায় উঠে এসেছেন তিনি। এরপর থেকে একের পর এক চলছে গুঞ্জন। তিনি বিভিন্ন সময়  আইলচারা ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়ন করার চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন ।

তিনি আরও বলেন, আমি ১৯৬৯ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি শুরু করি। সেই থেকে বঙ্গবন্ধুর রাজনীতির সাথেই আছি। আমি ২বার পর পর আইলচরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আইলচরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা ও এলাকার সাধারণ জনগণ আমার সাথে আছে। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ মোকাবিলায় আমি এলাকায় কাজ করেছি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবউল-আলম ভাইয়ের নির্দেশনায়। আমি যতটুকু পেরেছি এলাকাবাসীকে সাহায্য ও সহযোগিতা করেছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়ত জনসচেতনায় কাজ করেছি।

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আইলচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাব এই প্রত্যাশায় আমি ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন চাই ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT