ধর্ষণকারীদের শাস্তির দাবীতে উলামা-মাশায়েখদের বিক্ষোভ
মোঃইবাদুর রহমান জাকির,সিলেট শুক্রবার রাত ১১:৫২, ২ অক্টোবর, ২০২০
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওলামা-মাশায়েখরা।
শুক্রবার বাদ জুমা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত হয়।
মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। অধ্যক্ষ মাওলানা ড. এএইচএম সোলায়মানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ওলিউর রহমান সিরাজী, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মাসুদ আহমদ অনন্তপুরী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনায় গোটা সিলেটবাসী বিস্মিত ও লজ্জিত। ঘটনার সঙ্গে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।