রাণীনগরে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন
আবু ইউসুফ,নওগাঁ শুক্রবার সন্ধ্যা ০৭:৩৩, ২ অক্টোবর, ২০২০
নওগাঁর রাণীনগরে তিনটি ইউনিয়নে বন্যা দুর্গতদের ৫৩৬ জনের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার গোনা, কাশিমপুর ও মিরাট ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা রাণীনগর উপজেলা শাখার পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ওই তিন ইউনিয়নে গিয়ে প্রতি জনকে ১০ কেজি করে চাল ও শুকনা খাবার বিতরণ করেন।
এসময় স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। আগামী সপ্তাহের মধ্যে আরো ৭৩০ জনকে ত্রান সামগ্রী প্রদান করা হবে।
উল্লেখ্য যে দ্বিতীয় দফার বন্যায় নওগাঁ ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাণীনগর উপজেলায় নদী রক্ষা বাধ কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গোনা ইউনিয়নের নান্দাইবাড়ি, কাশিমপুর ইউনিয়নের দক্ষিন কুজাইল এবং মিরাট ইউনিয়নের বিচ্ছিন্ন ভাবে কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করায় খেটে খাওয়া মানুষগুলো পানিবন্দী হয়ে পড়ে।