ঢাকা (সকাল ৬:৪২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নোয়াখালী চাটখিলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার সকাল ১১:১২, ২৫ আগস্ট, ২০২০

রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নবাগত জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান এর আগমন উপলক্ষে সোমবার ২৪আগষ্ট বিকেলে চাটখিল উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়ের মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, চাটখিল প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন , জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরীর রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন প্রমুখ। সভায় বক্তারা চাটখিল উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান তার বক্তব্যে মাদক বাল্যবিয়ে ইভটিজিং এর বিরুদ্ধে অবস্হান নিতে প্রশাসনকে নির্দেশপ্রদান করেন। চাটখিল উপজেলার উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT